কলকাতা টু ভেলোর বিমান ভাড়া ২০২৪

কলকাতা ও ভেলোর দুটোই ভারতে অবস্থিত। তাই তাদের অভ্যন্তরীণ বিমানের মাধ্যমেই এই দুই শহরে যাতায়াত করা যাবে। কলকাতা থেকে ভেলোরের রুটে প্রতিদিন ৪ টি ফ্লাইট আছে। বিয়াম্ন সংস্থা, ফ্লাইটের ধরন ও টিকিট ক্রয়ের সময়ের উপরে কলকাতা টু ভেলোর বিমান ভাড়া নির্ভর করে। কলকাতা থেকে ভেলোরের সর্বনিম্ন বিমান ভাড়া ৪৬০০ থেকে ৫ হাজার টাকা। উন্নতমানের ফকাইতের যাত্রী ভাড়া ১৫ হাজারের উপরে। কলকাতা থেকে ভেলোর যেতে কোন ফ্লাইটের জন্য কত টাকা বিমান ভাড়া নেওয়া হবে জেনে নেওয়া যাক।

কলকাতা টু ভেলোর বিমান ভাড়া

বিমান ভাড়া বেশ কয়েকটি ধাপের উপর নির্ভর করে। বিমানের ধরন, ফ্লাইটের ধরন ও সময়ের উপর। কলকাতা টু ভেলোর সর্বনিম্ন বিমান ভাড়া ৬ থেকে ৮ হাজার টাকা। এর দ্বিমুখী ফ্লাইটের বিমানের ভাড়া ১৬ হাজার টাকা। আর ইকোনোমিক ক্লাসের টিকিটের দাম ১৫ থেকে ২০ হাজার টাকা। কলকাতা ও ভেলোরের বিজনেস ক্লাসের টিকিটের মূল্য ৩০ থেকে ৪০ হাজার টাকা। কোন ফ্লাইটের বিমান ভাড়া কত টাকা নিচে দেওয়া হয়েছে।

  • ইকোনোমিক ক্লাসের ভাড়া ৮ থেকে ১৫ হাজার টাকা।
  • সুপার ইকোনোমিক ক্লাসের ভাড়া ১৫ থেকে ৩০ হাজার টাকা।
  • বিজনেস ক্লাসের বিমান ভাড়া ৪০ থেকে ৬০ হাজার টাকা।

কলকাতা টু ভেলোর ইন্ডিগো বিমানের ভাড়া

ইন্ডিগো ভারতীয় বিমান সংস্থার একটি বিমান। এই বিমানের ভাড়া ৪৬০০ টাকা থেকে শুরু। সময়ের সাথে বিমানের যাত্রী ভাড়া কম বেশি হয়। সাধারণ কলকাতা টু ভেলোর ইন্ডিগো বিমান ভাড়া ৫ হাজারের মধ্যেই নেওয়া হয়। এর বিজনেস ক্লাসের বিমান ভাড়া ৩০ থেকে ৪০ হাজার টাকা। আর ইকোনোমিক ক্লাসের বিমান ভাড়া ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে। ইন্ডিগো এয়ারলাইন্স কলকাতা (CCU) থেকে 10:30 AM যাত্রা করে এবং ভেলোর (VLR) 12:00 PM এ পৌঁছায়।

কলকাতা টু ভেলোর স্পাইসজেট বিমানের ভাড়া

ভারতের মধ্যেই এই দুই শহর অবস্থিত। কলকাতা টু ভেলোর স্পাইসজেট বিমান ভাড়া ৫২৬৫ টাকা থেকে শুরু। এই বিমানের ইকোনোমিক ক্লাসের ফ্লাইটের টিকিটের দাম ১৫ থেকে ২০ হাজার টাকা। আর বিজনেস ক্লাসের বিমানের ভাড়া জনপ্রতি ৩০ থেকে ৪০ হাজার টাকা। সময়ের সাথে স্পাইসজেট এয়ারলাইন্সের টিকিটের দাম পরিবর্তন করা হয়। তাই এক এক সময়ে এক এক দামে টিকিট পাওয়া যাবে।

কলকাতা টু ভেলোর এয়ার ইন্ডিয়া বিমানের ভাড়া

অন্যান্য ফ্লাইটের থেকে এই বিমানের ফ্লাইটের টিকিটের দাম অনেক বেশি। ভারতীয় মুদ্রায় কলকাতা টু ভেলোর এয়ার ইন্ডিয়া বিমান ভাড়া ৫ হাজার রুপি। যা বাংলাদেশি টাকায় ৬৫৮০ টাকার উপরে। এয়ার ইন্ডিয়ার মাধ্যমে কলকাতা শহর থেকে ভেলরে যেতে ৬ থেকে ৭ হাজার টাকা বিমানের ভাড়া লাগবে। যদি বিজনেস ক্লাসের বিমানে যেতে চান, তাহলে ৪০ থেকে ৬০ হাজার টাকা ভাড়া লাগবে। ২৫ থেকে ৩০ হাজারের মধ্যে ইকোনোমিক ক্লাসের টিকিট পাওয়া যাবে।

কলকাতা টু ভেলোর গোএয়ার বিমানের ভাড়া

গোএয়ার এয়ারলাইন্সের বিমানের টিকিটের দাম অনেক বেশি। এখানে দেওয়া ফ্লাইট গুলোর মধ্যে এই ফ্লাইটের টিকিটের দাম অধিক বেশি। কলকাতা টু ভেলোর গোএয়ার বিমান ভাড়া 7897.07 টাকা। অনেক সময় ৮ থেকে ৯ হাজার টাকা নেওয়া হয়। গোএয়ার এয়ারলাইন্সের কলকাতা থেকে ভেলোরের সুপার ইকোনোমিক ক্লাসের বিমানের ভাড়া ৩৫ থেকে ৪০ হাজার টাকা। আর বিজনেস ক্লাসের যাত্রী ভাড়া ৫০ হাজারের উপরে। ৮ থেকে ১০ হাজারের মধ্যেই এই বিমানে করে কলকাতা থেকে ভেলোরে যাওয়া যাবে।

শেষ কথা

সময় অনুযায়ী টিকিটের দাম কম বেশি হয়। তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রতিদিনের বিমান ভাড়া দেখতে পারবেন। যে দিন ভাড়া কম থাকবে, সেদিন টিকিট বুকিং দিবেন। এছাড়া আপনি কোন ধরনের ফ্লাইটে যাবেন , তার উপরে বিমান ভাড়া কম বেশি হবে। কম খরচে বিমানের মাধ্যমে কলকাতা থেকে ভেলর যেতে সাধারণ ফ্লাইটে যেতে হবে। তাহলে ৭ থেকে ৮ হাজারের মধ্যে কলকাতা টু ভেলোর বিমানের ভাড়া লাগবে।

আরও দেখুনঃ

ঢাকা টু ভেলোর বিমান ভাড়া ২০২৪

ঢাকা টু দিল্লি বিমান ভাড়া কত টাকা ২০২৪

কলকাতা থেকে চেন্নাই বিমান ভাড়া কত টাকা