কক্সবাজার বাংলাদেশের ভ্রমন স্থানের মধ্যে একটি। প্রতি ছুটির সিজনে অবসর সময় কাটাতে ভ্রমণ প্রিয় মানুষের জন্য সেরা একটি দর্শনিয় স্থান এটি। যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় মুহুর্তের মধ্যে কক্সবাজার থেকে ঢাকা শহরে যাতায়াত করা যাচ্ছে। যেখানে বাস বা ট্রেনের মাধ্যমে কক্সবাজার থেকে ঢাকাতে আসতে ১০ ঘণ্টার মতো সময় লাগে, সেখানে বিমানের মাধ্যমে ১ ঘণ্টা থেকে ২ ঘণ্টা ৩০ মিনিট সময় লাগে। যাতায়াতের জন্য কক্সবাজার টু ঢাকা বিমান সময়সূচী নির্ধারন করা আছে।
এছাড়া কিছু ফ্লাইট আছে, যাদের প্রতিটি সেরেনির বিমান আলাদা সময়ে যাত্রা শুরু করে। সেই ফ্লাইট গুলোর সময় সূচি টিকিটে দেওয়া থাকে। আজকে এমন একটি ট্রিক্স শেয়ার করেছি, যার মাধ্যমে কখন কোন বিমানের ফ্লাইট, কত টি আসন ফাকা ও আছে ও এর ভাড়া কেমন তা জানা যাবে। কক্সবাজার টু ঢাকা বিমান গুলোর যাতায়ের সময় গুলো জেনে নেওয়া যাক।
কক্সবাজার টু ঢাকা বিমান সময়সূচী
বাস মিস করলে পরের যেকোনো বাস পাওয়া যায়, কিন্তু ফ্লাইট মিস করলে পড়ে না পাওয়ায় সম্ভাবনা বেশি। এজন্য সবার উচিৎ বাংলাদেশ বিমানের সকল ফ্লাইটের সময় সূচি জানা। যারা নতুন যাত্রী, এদেরকে ফ্লাইট নিয়ে বেশ সচেতন থাকতে হবে। কক্সবাজার থেকে ঢাকা পথে প্রতিদিন ৩ থেকে ৪ টি ফ্লাইট আছে। এক এক বিমানের জন্য সময় সূচি এক এক রকমের।
ঢাকা ও কক্সবাজার বিমান বন্দরে কক্সবাজার টু ঢাকার জন্য সপ্তাহে ২১ থেকে ২৫ টি ফ্লাই চালু আছে। মাসে ৪৪ থেকে ১০০ টি ফ্লাইট। এই ফ্লাইট গুলোর জন্য সময় সূচি নির্ধারন করা হয়েছে। ভ্রমণের পূর্বে কক্সবাজার টু ঢাকা বিমান সময়সূচী গুলো জানতে হবে। ফ্লাইট নংঃ BG-434। এই ফ্লাইট টি সকাল ১২ টা ৩৫ মিনিটে টায় টেক অফ করবে।
কক্সবাজার টু ঢাকা বিমান সময়সূচী ২০২৪
বর্তমানে কক্সবাজার টু ঢাকা পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলাচল করে। বাকি ফ্লাইট গুলো তেমন নেই। প্রতিদিন এই বিমানের ৩ টি থেকে ৪ টি ফ্লাইট আছে। ইকোনোমি ও বিজনেস ক্লাসের ফ্লাইট আলাদা আলাদা। তারিখ অনুযায়ী ফ্লাইট গুলো এক এক সময়ে নির্ধারন করা হয়েছে। কিছু ফ্লাইট সকালে, কিছু বিকেলে ও রাতেও ফ্লাইট পাওয়া যাবে। আবার এমন অনেক সময় আছে, দিনে একটি ফ্লাইট নেই সব গুলো রাতের জন্য নির্ধারন করা হয়েছে। কক্সবাজার টু ঢাকা নির্ধারিত বিমান সময়সূচী জানতে অনলাইনে তাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে। সেখানে কোন বিমানের ফ্লাইট কখন বিস্তারিত দেওয়া আছে।
বিমান বাংলাদেশ কক্সবাজার টু ঢাকা বিমান সময়সূচী
বিমান বাংলাদেশের ইকোনোমি ও বিজনেস ক্লাসের ফ্লাইট আছে। সকল ইকোনোমি ক্লাসের ফ্লাইট বেশিরভাগ সকাল থেকে বিকালের মধ্যে। বিজনেস ক্লাসের ফ্লাইট গুলো বিকেল ও রাতে বেশি থাকে। ৪ টি ফ্লাইটের মধ্যে ৩ টি ফ্লাইটটি হচ্ছে ইকোনোমি ক্লাসের বিমানের জন্য। বিমানের যাতায়াত সূচি সম্পর্কে জানতে হলে প্রথমে তাদের টিকিট চেক করতে হবে। কোন বিমানের কখন যাত্রা শুরু হবে তা ঐ টিকিটে দেওয়া থাকে।
কক্সবাজার থেকে ঢাকা বিমান সময়সূচী দেখার নিয়ম
এই পদ্ধতিটি জেনে নিলে কখন কখন বিমানের ফ্লাইট আছে তা নিজে নিজে জানতে পারবেন। একই নিয়ম অনুসরণ করে বিশ্বের বিভিন্ন দেশের বিমানের সময় সূচি জানা যাবে। প্রথমে https://booking.biman-airlines.com/ এই ওয়েবসাইটে প্রবেশ করুন। যেহেতু কক্সবাজার থেকে ঢাকার বিমানের সময় সূচি জানবো, তাই যাত্রা স্থান কক্সবাজার টু ঢাকা সিলেক্ট করুন। কত তারিখে যাবেন, সেটি বেছেনিন। এরপর কত জন যাবেন সেই রিকুয়ারমেন্ট টি সিলেক্ট করে টিকিট সার্চ করুন। সার্চ করার পর একটি লিস্ট চলে আসবে। যেখানে বিমানের ফ্লাইটের নাম, ধরন, যাতায়াতের সময় ও বিমান ভাড়া দেখানো হবে। কত তারিখে বিমানের সময় সূচি জানতে চান, সেটিও এখান থেকে অগ্রিম দেখা যাবে।
শেষ কথা
এখন বিমানেরব টিকিট সার্চ দিলে শুধুমাত্র বিমান বাংলাদেশ এর ফ্লাইট দেখা যায়, যার কারণে অন্য বিমানের সময় সূচি শেয়ার করা হয়নি। আজকে বিমানের সময় সূচি কখন তা জানতে হলে উপরে দেখানো নিয়ম টি ফলো করবেন। আর নতুনরা ভ্রমণের পূর্বে কক্সবাজার টু ঢাকা বিমান সময়সূচী দেখেনিবেন। কেননা অনেক সময় ফ্লাইট পাওয়া যাত না। এজন্য চেষ্টা করবেন অগ্রিম টিকিট বুকিং এর জন্য।
আরও দেখুনঃ
কলকাতা থেকে চেন্নাই বিমান ভাড়া কত টাকা
ঢাকা টু কলকাতা বিমান ভাড়া ২০২৪