রাউন্ড অফ ১৬ এর সকল ম্যাচ শেষে আজকে চ্যাম্পিয়ান লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচ ফিক্স করা হয়। উয়েফা সভাপতি ও সকল সদস্য আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ২০২৩-২৪ চ্যাম্পিয়ান লিগের কোয়ার্টার ফাইনালে লা লিগা থেকে ৩ টি, প্রিমিয়ার লিগ থেকে ২ টি, লিগ ওয়ান থেকে ১ টি ও বুন্দেসলিগা থেকে ২ টি টিম চান্স পেয়েছে। চ্যাম্পিয়নস লিগ ড্র ২০২৩-২০২৪ দেখে নেওয়া যাক।
চ্যাম্পিয়নস লিগ ড্র
প্রতি বছর একবার করে চ্যাম্পিয়নস লিগ শুরু হয়। এটি ইউরোপে ফুটবলের সবচেয়ে বড় আসর। বিশ্বকাপের পর এই টুর্নামেন্ট সবচেয়ে জনপ্রিয়। গতবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী দল ম্যানচেস্টার সিটি। তারা এইবার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। প্রতি বছর চ্যাম্পিয়নস লিগ খেলার টিম পরিবর্তন হয়। তাই সথহিক নিয়মে ও নির্বাচিত দল গুলো নিয়ে ড্র দেওয়া হয়। গ্রুপ পর্ব থেকে শুরু করে ড্র শুরু হয়। ফাইনাল ম্যাচ ব্যাতিত ২ লেগে ম্যাচ খেলা হয়। অর্থাৎ একই টিমের সাথে দুইবার করে দেখা হয়। নিচে চ্যাম্পিয়নস লিগ ড্র গুলো দেওয়া আছে দেখেনিন।
চ্যাম্পিয়নস লিগ ড্র ২০২৩-২০২৪
১৫ই মার্চ, ২০২৪ তারিখে ২০২৩-২৪ সিজনের চ্যাম্পিয়ান লিগের অফিসিয়াল ড্র দেওয়া হয়েছে। এখানে Fc Barcelona, A. Madrid, R. Madrid, FC Bayern Munich, Bursiya Dortmund, Man City, Aresenal ও PSG এই ৮ দল নির্বাচিত হয়েছে। এই দল গুলো নিয়ে অফিসিয়াল অনুষ্ঠানের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগ ড্র ২০২৩-২০২৪ দেওয়া হয়েছে। কোন দলের সাথে কোন দলের খেলা তা নির্ধারিত হয়েছে। এপ্রিলের ১০ ও ১১ তারিখে প্রথম লেগ এবং ১৭ ও ১৮ তারিখে ২য় লেগের খেলা হবে। ৮ টি থেকে মোট ৪ টি দল সেমিতে চান্স পাবে।
- Barcelona VS PSG
- Atletico Madrid VS Dortmund
- Arsenal VS Buyern
- Real Madrid VS Man City
চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল ম্যাচ টাইম
আজক ২০২৩-২৪ ইউসিএল কোয়ার্টার ফাইনালের চ্যাম্পিয়নস লিগ ম্যাচ ফিকচার করা হয়েছে। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল ম্যাচ টাইম প্রকাশ করেছে। এপ্রিল মাসের ১০ তারিখ থেকে কোয়ার্টার ফাইনালের ম্যাচ শুরু হবে। ২ লেগে মোট ১৬ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৬ ম্যাচ শেষে যারা জয়লাভ করবে তাদের কে সেমিতে নিয়ে যাবে।
Quarter-final · Leg 1 of 2
- Arsenal VS Bayern
- Real Madrid VS Man City
- Bangladesh Standard Time: 10 Apr, 3:00 am
- PSG VS Barcelona
- Atletico Madrid VS Dortmund
- Bangladesh Standard Time: 10 Apr, 3:00 am
Quarter-final · Leg 2 of 2
- Dortmund VS Atletico Madrid
- Barcelona VS PSG
- Bangladesh Standard Time: 17 Apr, 3:00 am
- Bayern VS Arsenal
- Man City VS Real Madrid
- Bangladesh Standard Time: 17 Apr, 3:00 am
শেষ কথা
এইম্যাচ গুলো এপ্রিল মাসের ১০ তারিখ শুরু হবে। আর শেষ হবে এপ্রিল মাসের ১৮ তারিখে। এখান থেকে ৪ টি দল সেমি ফাইনাল খলেবে। পরবর্তিতে সেমিফাইনালের ম্যাচ টাইম নির্ধারন করা হবে। আশা চ্যাম্পিয়নসলিগ ড্র ২০২৩-২০২৪ সম্পর্কে জানতে পেরেছেন।