আর্জেন্টিনার ১১ গোল খাওয়ার রেকর্ড হাইলাইট দেখুন

সোশ্যাল মিডিয়া জুড়ে সবাই জানতে চাচ্ছে আর্জেন্টিনার ১১ গোল এর ফুটবল ম্যাচ সম্পর্কে। অনেকে জানে না আর্জেন্টিনার ১১ গোল খাওয়ার কোনো রেকর্ড আছে কি না। বর্তমান সময়ে আর্জেন্টিনা শক্তিশালী দল হলেও অতিতে অনেক সিজনে তারা দুর্বল দল নিয়ে বছর শেষ করেছে। যার ফল স্বরূপ তারা দীর্ঘ ২৮ বছর কোনো আন্তর্জাতিক শিরোপা জিততে পারেনি। তবে ২০১৪ দল টি ছিলো অনেকটা শক্তি শালি। আজকে আর্জেন্টিনার ১১ গোল খাওয়ার রেকর্ড আছে কি নেই বা এই কথা কত টুকু সত্য তা পোস্ট থেকে জানা যাবে।

আর্জেন্টিনার ১১ গোল খাওয়ার রেকর্ড

অতিতে আর্জেন্টিনা বেশির ভাগ সময়ে শিরোপাহীন সময় কাটিয়েছে। এর মধ্যে তারা ৩ টি ফাইলনাল খেলেছিলো। যার মধ্যে একটি ফিফা বিশ্বকাপ ফাইনাল ২০১৪। অন্য দুই টি ২০১৫,১৬ কোপা আমেরিকা। তবে কোনো ফাইনালেই জয় লাভ করতে পারেনি। তারা ২০১৪ সালের বিশ্ব কাপ ১ গোলের ব্যবধানে জার্মানির বিপক্ষে হেরেছে। আর্জেন্টিনা না বিশ্বের অন্যান্য দল ও অনেক ব্যবধানে ম্যাচ হেরেছে। কিন্তু এখন পর্যন্ত আর্জেন্টিনা অতীত থেকে বর্তমান পর্যন্ত ১১ গোলে কোনো ম্যাচ পরাজিত হয়নি।

সামাজিক যোগাযোগে বর্তমানে সবাই আর্জেন্টিনার ১১ গোল খাওয়ার রেকর্ড আলোচনা করতেছে। এই নিউজ টি সম্পূর্ণ মিথ্যা। তারা অনেক খারাপ সময় কাটিয়েছে। অনেক দলের সাথে অনেক গোল ব্যবধানে ম্যাচ হেরেছে। তবে আজ পর্যন্ত তারা কোনো ভাবেই ১১ গোল খাইনি। তারা সর্বচ্চ ৬ টি গোল খেয়েছিলো। আর্জেন্টিনা  ১১ গোলের কোনো রেকর্ড আজ পর্যন্ত নেই।

আর্জেন্টিনার ১১ গোল খাওয়ার রেকর্ড সত্য নাকি মিথ্যা

ফুটবল বিশ্বের সকল রেকর্ড ও ইতিহাস গুগলে সংগ্রহ করা থাকে। তাই আর্জেন্টিনা যদি কোনো দলের সাথে ১১ গোল ব্যবধানে ম্যাচ হারতো সেগুলো গুগলে সংগ্রহ করা থাকতো। কোনো সোশ্যাল মিডিয়াতে আর্জেন্টিনার ১১ গোল খাওয়ার রেকর্ড নেই। যারা বলতেছে আর্জেন্টিনা ১১ টা গোল খেয়েছে সেই নিউজ টি সম্পূর্ণ মিথ্যা। আর্জেন্টিনা সর্বচ্চো ৬ গোলে পরাজিত হয়েছে। এর বেশি গোল কোনো ফুটবল দল দিতে পারেনি।

আর্জেন্টিনার ১১ গোল খাওয়ার ইতিহাস

আগেই বলা হয়েছে আর্জেন্টিনা পুরুষ জাতীয় দলের এমন কোনো রেকর্ড নেই। তবে অনেকে নারী দল কে নিয়ে ১১ গোল খাওয়ার রেকর্ড বের করতেছে। ফুটবল প্রতিযোগিতায় পুরুষ দল কে এগিয়ে রাখা হয়। তাই সেই দিক দিয়ে আর্জেন্টিনার ১১ গোল খাওয়ার রেকর্ড নেই। কিন্তু যদি এই কথা টি নারী দল কে নিয়ে করা হয় তাহলে অবশ্যই ১১ গোলের রেকর্ড পাওয়া যাবে।

২০০৭ নারী বিশ্বকাপ ম্যাচে ১০শে সেপ্টেম্বর আর্জেন্টিনা ও জার্মানি গ্রুপ পড়ে দেখা হয়েছিলো। সেই দিনের ম্যাচে আর্জেন্টিনা নারী দল জার্মানির কাছে ১১ গোলে ম্যাচ পরাজিত হয়েছিলো। ১১ গোল খাওয়ার রেকর্ড টি আর্জেন্টিনা নারী দলের। কিন্তু মেইন বা পুরুষ দলের কোনো রেকর্ড নেই।

আর্জেন্টিনার সবচেয়ে বেশি গোল খাওয়ার রেকর্ড

এটা অবশ্য ঠিক আর্জেন্টিনা ১১ গোল না খেলেও ৫ টির অধিক গোল খেয়েছে। অনেক বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার ৬ টি গোল খাওয়ার রেকর্ড আছে। এখানে আপনাদের কে আর্জেন্টিনার সবচেয়ে বেশি গোল খাওয়ার রেকর্ড গুলো জানাবো। এখান থেকে আর্জেন্টিনা কোন কোন ম্যাচ বেশি গোল ব্যবধানে হেরেছে তা দেখতে পারবেন।

সালবিপক্ষ দলব্যবধান
২০০৬বলিভিয়া৬-১
১৯৯৮চেকোশ্লোভাকিয়া৬-১
২০১৮স্পেন৬-১
১৯৫৯উরুগুয়ে৫-০
১৯৯৩কলম্বিয়া৫-০

শেষ কথা

আসা করছি  আর্জেন্টিনার ১১ গোল খাওয়ার রেকর্ড আছে কি নেই তা জানতে পেরেছেন। আর্জেন্টিনা ইতিহাসে ৬ টির বেশি গোল খাওয়ার রেকর্ড নেই। তাই তারা কখনো ১১ গোলে ম্যাচ পরাজিত হয়নি। শুধু নারী দল টি বিশ্বকাপ গ্রুপ পর্বে ১১ গোলে ম্যাচ হেরেছিলো। ফুটবল ও অন্যান্য খেলাধুলা সম্পর্কে জানতে আমার সাথেই থাকুন।

আরও দেখুনঃ

আর্জেন্টিনার খেলা কবে ২০২৪। খেলার ভেন্যু ও ম্যাচ টাইম দেখুন