সৌদি আরবের রমজানের সময় সূচি ২০২৪

সৌদি আরব এশিয়া মহাদেশের অবস্থিত। এই দেশের স্থায়ী মুসলিমের পাশা-পাশি প্রবাসী মুসলিমও রয়েছে। যারা রমজান মাসের রোজা পালন করবে। রোজা পালনের জন্য সঠিক সময়ে সেহরি ও ইফতার করতে হবে। রমজান মাসের জন্য অনেক গুলো ক্যালেন্ডার তৈরি করা হয়। দেশ ও শহর অনুযায়ী রমজানের ক্যাকেন্ডার ব্যবহার করতে হবে। যারা এই দেশে বাস করেন তারা সৌদি আরবের রমজানের সময় সূচি ২০২৪ পিডিএফ সংগ্রহ করবেন।

সৌদি আরবের রমজানের সময় সূচি

বাংলাদেশের আগেই সৌদি আরবে রমজানের চাঁদ উঠবে। তাই এখানে রোজা আগে শুরু হবে। সৌদি আরবের ইসলামিক সংস্থা এই দেশের জন্য সেহরি ও ইফতারের সময় সূচি তৈরি করেছে। সৌদি আরবের সাথে অন্য কোনো দেশের সময়ের মিল নেই যার কারণে প্রতিটি দেশের জন্য আলাদা ভাবে রমজান মাসের ক্যালেন্ডার তৈরি করা হয়। সৌদি আরব ও এর বিভিন্ন শহরের জন্য ভিন ভিন্ন রমজানের সময় সূচি প্রকাশ করেছে। নিচে দেওয়া সৌদি আরবের রমজানের সময় সূচি টি পিডিএফ সংগ্রহ করুন।

হমতের ১০ দিন

রমজান মাসের প্রথম ১০ দিনকে “রহমতের দশ দিন” বলা হয়। এই সময়ে আল্লাহ তা’আলা তাঁর বান্দাদের প্রতি অশেষ রহমত বর্ষণ করেন। রোজা, নামাজ, তেলাওয়াত, দান-সদকা, তাহাজ্জুদ, ইত্যাদি নেক আমলের মাধ্যমে এই রহমত লাভ করা যায়। এই দশ দিনে রোজা রাখার মাধ্যমে পূর্ববর্তী গোনাহ মাফ হতে পারে।

মাগফেরাতের ১০ দিন

রমজান মাসের দ্বিতীয় ১০ দিনকে “মাগফেরাতের ১০ দিন” বলা হয়। এই ১০ দিন রোজা পালনের মাধ্যমে মাগফিরাতের কামনা লাভ করা যাবে। মাগফেরাতের ১০ দিন এর সেহরি ও ইফতারের সময় সূচি দেখেনিন।

নাজাতের ১০ দিন

রমজান মাসের শেষ ১০ দিনকে “নাজাতের ১০ দিন” বলা হয়। এই দিনগুলোতে আল্লাহ তা’আলা তাঁর বান্দাদের জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য বিশেষ সুযোগ দান করেন। এই দশ দিনে রোজা, নামাজ, তেলাওয়াত, দান-সদকা, ইত্যাদি নেক আমলের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে মুক্তির সুযোগ লাভ করা যায়। হাদিসে রাসুল (সাঃ) বলেছেন, “যে ব্যক্তি ঈমান ও احتساب (পুরস্কারের আশায়) রমজান মাসের রোজা রাখে, তার পূর্ববর্তী ও পরবর্তী গোনাহ মাফ করে দেওয়া হয় এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়।” (তিরমিযী)

সৌদি আরবের রমজানের সময় সূচি ২০২৪

আরবি রমজান মাসের ১ তারিখ থেকে রোজা শুরু হয়। কিন্তু ইংরেজি সাল অনুযায়ী প্রতি বছর তারিখ পরিবর্তন হয়। গত বছর এপ্রিল মাসে রোজা হলেও, এই বছর মার্চ মাসে রোজা হবে। এদিকে আরবি রমজান মাসের ১ তারিখেই রোজা শুরু হবে। যার কারণে ইংরেজিসাল অনুযায়ী রমজান মাসের সময় সূচি তৈরি করতে হয়। এই দেশের ইসলামিক ফাউন্ডেশন সময় গণনার মাধ্যমে বিভিন্ন শহরের জন্য সৌদি আরবের রমজানের সময় সূচি তৈরি করেছে। নিচে ২০২৪ সালের রমজানের টাইম পিডিএফ দেওয়া আঁচছে।

সৌদি আরবের রমজানের সময় সূচি

সৌদি আরবের সেহরি ও ইফতারের সময় সূচি

সঠিক ভাবে রোজা পালন করতে সঠিক সময়ে সেহরি ও ইফতার করতে হবে। কেননা প্রতিদিন সেহরি ও ইফতারতের টাইম পরিবর্তন হয়। সেহরির সময় কমতে থাকে এবং ইফতারের টাইম বৃদ্ধি পেতে থাকে। তাই আজকে কখন সেহরির শেষ সময় বা ইফতার কখন শুরু হবে তা জেনে নেওয়া উচিৎ। আর এই সময় জানার জন্য রমজান মাসের ক্যালেন্ডার ব্যবহার করতে হবে। সেখানে সৌদি আরবের সেহরি ও ইফতারের সময় সূচি গুলো দেওয়া থাকে।

সৌদি আরবের রমজানের ক্যালেন্ডার

এই বছরের রমজানের জন্য নতুন একটি ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। সাধারণ ক্যালেন্ডারে শুধু তারিখ ও বার দেওয়া থাকে। কিন্তু রমজানের ক্যালেন্ডারে সেহরি ও ইফতারের টাইম দেওয়া থাকে। সৌদি আরব ও এর বিভিন্ন শহরের জন্য ২০২৪ সালের রমজানের ক্যালেন্ডার প্রকাশ করেছে। যারা সৌদি আরবে রোজা পালন করবেন, তারা এই ক্যালেন্ডার টি সংগ্রহ করে নিবেন।

সৌদি জেদ্দা রমজানের সময়সূচি ২০২৪

দিন সেহরি ইফতার তারিখ
1 05:18 AM 6:32 PM 11 মার্চ 2024
2 05:17 AM 6:33 PM 12 মার্চ 2024
3 05:16 AM 6:33 PM 13 মার্চ 2024
4 05:15 AM 6:33 PM 14 মার্চ 2024
5 05:15 AM 6:34 PM 15 মার্চ 2024
6 05:14 AM 6:34 PM 16 মার্চ 2024
7 05:13 AM 6:34 PM 17 মার্চ 2024
8 05:12 AM 6:35 PM 18 মার্চ 2024
9 05:11 AM 6:35 PM 19 মার্চ 2024
10 05:10 AM 6:35 PM 20 মার্চ 2024
11 05:09 AM 6:36 PM 21 মার্চ 2024
12 05:08 AM 6:36 PM 22 মার্চ 2024
13 05:07 AM 6:36 PM 23 মার্চ 2024
14 05:06 AM 6:37 PM 24 মার্চ 2024
15 05:05 AM 6:37 PM 25 মার্চ 2024
16 05:04 AM 6:37 PM 26 মার্চ 2024
17 05:03 AM 6:38 PM 27 মার্চ 2024
18 05:02 AM 6:38 PM 28 মার্চ 2024
19 05:01 AM 6:38 PM 29 মার্চ 2024
20 05:00 AM 6:39 PM 30 মার্চ 2024
21 04:59 AM 6:39 PM 31 মার্চ 2024
22 04:58 AM 6:39 PM 01 এপ্রিল 2024
23 04:57 AM 6:39 PM 02 এপ্রিল 2024
24 04:56 AM 6:40 PM 03 এপ্রিল 2024
25 04:55 AM 6:40 PM 04 এপ্রিল 2024
26 04:54 AM 6:40 PM 05 এপ্রিল 2024
27 04:53 AM 6:41 PM 06 এপ্রিল 2024
28 04:52 AM 6:41 PM 07 এপ্রিল 2024
29 04:51 AM 6:41 PM 08 এপ্রিল 2024
30 04:50 AM 6:42 PM 09 এপ্রিল 2024

সৌদি আরব রিয়াদের রমজানের সময় সূচি 

এটি সৌদি আওবের একটি শহর। এই শহরের জন্য আলাদা ভাবে সময় সূচি তৈরি করা হয়েছে। সময় সূচিটি শুধুমাত্র রিয়াদ শহরের মুসলিমগণ ব্যবহার করতে পারবেন। এখানে সেহরির শেষ সময় ও ইফতারের শুরু সময় তারিখ অনুযায়ী দেওয়া আছে। ফলে আজকে সেহরির ও ইফাতারের টাইম খুব সহজে জানতে পারবেন।

দিন সেহরি ইফতার তারিখ
1 04:47 AM 6:01 PM 11 মার্চ 2024
2 04:46 AM 6:02 PM 12 মার্চ 2024
3 04:45 AM 6:02 PM 13 মার্চ 2024
4 04:44 AM 6:03 PM 14 মার্চ 2024
5 04:43 AM 6:03 PM 15 মার্চ 2024
6 04:42 AM 6:03 PM 16 মার্চ 2024
7 04:41 AM 6:04 PM 17 মার্চ 2024
8 04:40 AM 6:04 PM 18 মার্চ 2024
9 04:39 AM 6:05 PM 19 মার্চ 2024
10 04:38 AM 6:05 PM 20 মার্চ 2024
11 04:37 AM 6:06 PM 21 মার্চ 2024
12 04:36 AM 6:06 PM 22 মার্চ 2024
13 04:34 AM 6:06 PM 23 মার্চ 2024
14 04:33 AM 6:07 PM 24 মার্চ 2024
15 04:32 AM 6:07 PM 25 মার্চ 2024
16 04:31 AM 6:08 PM 26 মার্চ 2024
17 04:30 AM 6:08 PM 27 মার্চ 2024
18 04:29 AM 6:09 PM 28 মার্চ 2024
19 04:28 AM 6:09 PM 29 মার্চ 2024
20 04:27 AM 6:09 PM 30 মার্চ 2024
21 04:26 AM 6:10 PM 31 মার্চ 2024
22 04:24 AM 6:10 PM 01 এপ্রিল 2024
23 04:23 AM 6:11 PM 02 এপ্রিল 2024
24 04:22 AM 6:11 PM 03 এপ্রিল 2024
25 04:21 AM 6:12 PM 04 এপ্রিল 2024
26 04:20 AM 6:12 PM 05 এপ্রিল 2024
27 04:19 AM 6:12 PM 06 এপ্রিল 2024
28 04:18 AM 6:13 PM 07 এপ্রিল 2024
29 04:17 AM 6:13 PM 08 এপ্রিল 2024
30 04:16 AM 6:14 PM 09 এপ্রিল 2024

শেষ কথা

সময়ের সাথে বিভিন্ন দেশে পার্থক্য থাকায় প্রতিটি দেশের জন্য আলাদা আলাদা সময় সূচি তৈরি করা হয়। যারা সৌদি আরবে বাস করেন, শুধু তারাই এখানে দেওয়া সৌদি আরবের রমজানের সময় সূচি সংগ্রহ করবেন। এটি শুধুমাত্র সৌদি আরব ও এর বিভিন্ন শহরের জন্য নির্ধারিত করা হয়েছে। দাম্মাম, জেদ্দা, রিয়াদ, মক্কা ও মদিনা সহ অন্যান্য শহরের জন্য নির্ধারিত ক্যালেন্ডার সংগ্রহ করবেন।

আরও দেখুনঃ

আরব আমিরাত রমজানের সময় সূচি ২০২৪

মক্কা রমজানের সময়সূচি ২০২৪